শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :
ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে কোনো নির্বাচন হবে না’ ‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’ ‘কওমি তরুণরা নানা অহেতুক কাজে জীবন খোয়াচ্ছেন’ ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে: দুদু দুদক সংস্কারে আইন প্রণয়ন ১-২ মাসের মধ্যে: আসিফ নজরুল দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস খিদমাহ ব্লাড ব্যাংকের এক দশক উদযাপন কাল, প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ভাঙ্গা পৌর শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস

ফেরি থেকে নদীতে অটোরিকশা, অবশেষে মিলল শাশুড়ি-পুত্রবধূর লাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদ করতে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে মেঘনা নদীতে ডুবে যাওয়া শাশুড়ি ও পুত্রবধূর মরদেহ প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সিএনজিচালিত অটোরিকশাটির ভেতর থেকে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করে। একই সময় ডুবে যাওয়া অটোরিকশাটিও নদী থেকে তোলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা সাগর মিয়া ঈদ উপলক্ষে শনিবার ভোরে ঢাকার বাসা থেকে মা খালেদা বেগম (৫৫), স্ত্রী ফারজানা বেগম (২৮) এবং ছোট ভাই কামাল মিয়াকে (২২) সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় গ্রামের উদ্দেশে রওনা দেন।

ভোর ৫টার দিকে তারা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে পৌঁছান। ফেরিতে উঠতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি মেঘনা নদীতে পড়ে যায়।

ঘটনার সময় সিএনজি চালক কুদ্দুস মিয়া, যাত্রী সাগর মিয়া ও তার ভাই কামাল মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাগরের মা ও স্ত্রী নদীতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ ঘণ্টার অভিযানের পর সন্ধ্যায় নদীতে ডুবে থাকা অটোরিকশার ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, “উদ্ধার হওয়া মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা প্রক্রিয়াধীন।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ