তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। কিডনিসহ বিভিন্ন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।
মাওলানা মোশাররফ হোসেন তাবলিগের শখছি নেজামের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাবলিগের কাজে তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। তিনি শখছি নেজামের বিশ্ব ইজতেমায় জুমার নামাজের ইমামতি করতেন।
আজ বাদ মাগরিব টঙ্গী ময়দানের পশ্চিম পাড়ে তাবলিগের মারকাজ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
আরএইচ/