সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

দারুল উলুম দেওবন্দের কিছু হলে জবাব দেয়া হবে: সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ ‘মাদারে কওমি মাদরাসা’ দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নিলে আদালতেই জবাব দেয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। 

তিনি ভারতের এআইইউডিএফ প্রধান এবং আসামের দুবরি আসনের পক্ষে ভারত সরকারের অন্যতম সংসদ সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম দেওবন্দ টাইমস জানায়, মাওলানা বদরুদ্দিন আজমল বলেছেন, ‘দারুল উলূম দেওবন্দের মোহতামিম (মুফতি আবুল কাসেম নো’মানী) গাজওয়া-ই-হিন্দের বিষয়ে জেলা কর্তৃপক্ষকে লিখিত জবাব দিয়েছেন এবং আমরা সমস্ত শুরা সদস্য সেই উত্তরে সন্তুষ্ট। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হলে দারুল উলূম আদালতে গিয়ে তাদের জবাব দেবে’।

আসাম সরকারের বিবাহ আইন সম্পর্কে দেওবন্দে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে সাংসদ মাওলানা আজমল বলেছেন, ‘আমরা বিধানসভায় এর বিরোধিতা করেছি, এটি ব্রিটিশদের তৈরি একটি আইন ছিল, মনমোহন সিং সরকার এটি বাতিল করেছিল কিন্তু বিজেপি তা করেনি। কারণ বিজেপির উদ্দেশ্য মুসলমানদের হয়রানি করা। আমরা আসামে এই আইনের বিরোধিতা করছি।

একই জোটের বিষয়ে মাওলানা বদরুদ্দিন আজমল বলেন, তিনি নিঃশর্তভাবে জোটের সঙ্গে আছেন এবং তিনটি আসনেই তিনি জয়ী হচ্ছেন। ভারতের জোট ভাঙার কথা প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন যে নীতীশ কুমার জোট ত্যাগ করেছেন এবং অন্য সব দল ঐক্যবদ্ধ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে ইডি ও সিবিআইয়ের ভয় দেখানো হয়, সরকার বিরোধীদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করছে, তাই সবাই চুপ করে বসে আছে। সূত্র: দেওবন্দ টাইমস

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ