মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে হাজার হাজার ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ওই ভূখণ্ডের বাসিন্দাদের খাবারের অভাবে মারতে চাইছে ইহুদিবাদী ইসরায়েল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার এমন অভিযোগ করেছেন। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, হাজার হাজার শিশু, প্রসূতি নারী, অসুস্থ ও প্রবীণ মানুষ এখন পানিশূন্যতা ও অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। 

তিনি জাতিসংঘের প্রতি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দ্রুত পদক্ষেপ নিন যাতে উত্তর গাজায় মানবিক বিপর্যয় এড়ানো যায়।

গাজায় দীর্ঘ প্রায় পাঁচ মাসের ইসরায়েলি আগ্রাসনে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭১ হাজার। সেখানকার হাসপাতাল, আবাসিক ভবন, স্কুলসহ সর্বত্র বোমা ফেলে চলেছে ইসরায়েলি বাহিনী। সেখানে প্রয়োজনীয় পানি, খাবার, ওষুধ ও জ্বালানি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল।

এনএ/


সম্পর্কিত খবর