সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি

যুক্তরাষ্ট্রের উদ্দেশে যে বার্তা দিলেন খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বুধবার টেলিভিশনে দেওয়া এই ভাষণে তিনি ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে কঠোর বার্তা প্রদান করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তার এই ভাষণ বিশ্লেষণ করে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা তিনটি স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠিয়েছেন।

প্রথমত, খামেনি বলেছেন, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে পারমাণবিক আলোচনায় অংশ নিচ্ছিল, ঠিক তখনই ইসরায়েলের প্রথম দফার হামলা হয়। সেই সময় ইরান কোন ধরনের সামরিক উত্তেজনা বা কঠোর প্রতিক্রিয়া দেখায়নি।

দ্বিতীয়ত, তিনি হুঁশিয়ার করে বলেছেন, আমেরিকানদের বুঝে রাখা উচিত যে, ইরান কখনই আত্মসমর্পণ করবে না। তার মতে, আমেরিকার যেকোনো সামরিক হস্তক্ষেপ ইরান থেকে এমন পাল্টা প্রতিক্রিয়া পাবে, যার ক্ষতি ‘‘অপূরণীয়’’ হবে।

তৃতীয়ত, তিনি বলেন, সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াই ইসরায়েলের দুর্বলতার প্রতিফলন।

ভাষণে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং তাদের পাশে থাকার বার্তাও দেন ইরানের সর্বোচ্চ নেতা।

সূত্র: আল জাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ