সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি

হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত হলে সবার জন্য বিপজ্জনক হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র যদি যুক্ত হয়, তবে তা সবার জন্য খুবই বিপজ্জনক হতে পারে।

আজ শনিবার ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসি সম্মেলনের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরা ও বিবিসি।

আরাঘচি জানান, কূটনীতিতে ফিরে আসতে হলে প্রথমে আগ্রাসন বন্ধ করতে হবে। তিনি বলেন, “যখন আমার দেশের জনগণের ওপর বোমা পড়ছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে, তখন আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করতে পারি না।”

এছাড়া, তিনি আরও বলেন, "ইরান এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই আগ্রাসনে জড়িত। তারা বারবার অস্বীকার করলেও, তাদের ভূমিকা স্পষ্ট। এবং এখন মার্কিন প্রেসিডেন্ট নিজে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার কথা পরিষ্কারভাবে বলেছেন।"

আরাঘচি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা শুনছি, যুক্তরাষ্ট্রও হয়তো এই আগ্রাসনে যুক্ত হতে পারে। যদি তা হয়, তাহলে এটি হবে অত্যন্ত বিপজ্জনক। আমার মনে হয়, এটি সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে।”

এদিকে, নুর নিউজ জানিয়েছে, ইরানি আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা ও সেনার নাম প্রকাশ করা হয়েছে, যারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদরেজা জাফরগান্দি বার্তা সংস্থা ফারসকে জানিয়েছেন, এখন পর্যন্ত ইসরায়েল ইরানের তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে, যার ফলে দুই স্বাস্থ্যকর্মী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, তারা ছয়টি অ্যাম্বুলেন্সেও হামলা চালিয়েছে।

ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরানের খুররমবাদ শহরে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন, স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিপ্লবী রক্ষীবাহিনী এই খবর নিশ্চিত করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ