সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

আগামী নির্বাচনে ভোটাধিকার হরণ করতে দেওয়া হবে না : অধ্যক্ষ ইউনুছ আহমদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন,  আওয়ামী লীগকে আর জনগণের ভোটাধিকার হরণ করতে দেওয়া হবে না। তারা ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার রাতের আঁধারে হরণ করেছে। ২০২৩ সালের নির্বাচনে তাদেরকে আর এ সুযোগ দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে রাজধানীর মিরপুর-১৩ শহীদ মিনার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাফরুল থানা শাখার তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা শাখার সভাপতি আলহাজ জমির আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মুহাম্মাদ আফতাব উদ্দীন, নগর উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, মুফতী মুহাম্মাদুল্লাহ আনসারী, শ্রমিকনেতা কামাল হোসেন, যুবনেতা মুফতী হাফিজুল হক ফাইয়াজ, কামরুল আহসান প্রমুখ।

অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, বিএনপিও যদি দেশের মানুষকে পাশ কাটিয়ে বিদেশি শক্তির উপরে ভর করে ক্ষমতায় আসতে চায়, তাহলে এটা জাতীয় স্বার্থ বিরোধী এবং  ক্ষতিকারক হবে। আওমী সরকারের চাইতেও তখন বিএনপি আরও বেশি ক্ষতিকারক ও পশ্চিমাদের পুতুল সরকারে পরিণত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী মুহাসচিব কৃষিবিদ মুহাম্মাদ আফতাব উদ্দীন বলেন, কৃষক গায়ের ঘাম ঝরিয়ে উৎপাদন করে। সেই উৎপাদনের সুবিধা ভোগ করে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট লীগ। চলমান ডাবের বাজারের ভোক্তা অধিকারের অভিযান দেখলে বুঝা যায় সরকার সিন্ডেকেটের কাছে বন্দী।

প্রধান বক্তার বক্তব্যে নগর উত্তর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম বলেন, হসপিটালে ডেঙ্গু রোগীদের জন্য ২৫০ টাকার ঔষধ প্রদান করে না। অথচ স্বাস্থ্যমন্ত্রী বলেন ডেঙ্গু রোগীদের জন্য ৪০০ কোটি টাকা ব্যায় হয়েছে। রোগী প্রতি খরচ ৫০ হাজার টাকা। স্বাস্থ্যমন্ত্রী এই টাকা কোথায় ব্যয় করেছেন দেশবাসী তা জানতে চায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ