সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা নদী পুনঃখনন ও অববাহিকা উন্নয়নের জন্য প্রণীত ‘তিস্তা মহাপরিকল্পনা’ এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীর রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শনে রওনা দেন উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “গত কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাঠপর্যায়ের সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে এ প্রকল্পের পাঁচটি মূল বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, ওই আলোচনার ভিত্তিতে প্রস্তাবনা প্রথমে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, এরপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কারণ এটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। তাই প্রকল্প বাস্তবায়নে উভয় দেশের সম্মতির প্রয়োজন।

এ সময় তিস্তা তীর রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শনে উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ