বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের স্মরণ করেন। তিনি ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা ও নিযুক্তিগত উপযুক্ততা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। কোনোভাবেই রাজনৈতিক মতাদর্শ যেন পদোন্নতির ক্ষেত্রে প্রভাব না ফেলে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে না, বরং অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও বেসামরিক প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।”
অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এবং বলেন, “শত ব্যস্ততার মধ্যেও আমাদের পর্ষদ উদ্বোধনে এসে আপনি যে সম্মান জানিয়েছেন, তা সেনাবাহিনীর জন্য অনুপ্রেরণাদায়ক।”
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং সেনাসদরের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
এসএকে/