সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল ৮টার কিছু পর আমরা তাকে তার বাসা থেকে গ্রেফতার করি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এবিএম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।

সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচার দাবি করে। তারা অভিযোগ করে, "বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর" তিনি এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের মাধ্যমে নানাভাবে সুবিধাভোগ করেছেন।

বিচারপতি খায়রুল হকের কিছু রায় অতীতেও দেশব্যাপী তীব্র বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছিল। অভিযোগ রয়েছে, তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে গিয়ে তৎকালীন সরকার কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে উপেক্ষা করেছিল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ