রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো চিকিৎসাধীন ৫৭ জন। এর মধ্যে ১০ শিক্ষার্থী, ৩ শিক্ষক ও ১ কর্মচারী রয়েছেন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের অধীনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৬ শিক্ষার্থী ও ২ শিক্ষক রয়েছেন আইসিইউতে। তারা হলেন শিক্ষার্থী মাহতাব (১৪), মাহিয়া (১৫), আয়ান (১৪), জারিফ (১২), নাভিদ নেওয়াজ (১২) ও সাইমন (১৮); শিক্ষক মাসুমা (৩২) ও মাহফুজা খাতুন (৪৫)।
অন্যদিকে, সিএমএইচের বার্ন আইসিইউতে রয়েছেন শিক্ষার্থী আকিব (১২), বিল্লাল হোসাইন—এসও (১২), তাসকির রহমান (১৫), জান্নাতুল মাওয়া (১০); শিক্ষক আনোয়ার হোসাইন (৩৭) এবং প্রতিষ্ঠানটির প্রিন্সিপালের পিএস আতিক (২২)।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও চিকিৎসাধীন ৪৫ জনের মধ্যে রয়েছেন ৩৬ শিক্ষার্থী, ৪ শিক্ষক, ১ গৃহকর্মী ও ১ বৈদ্যুতিক মিস্ত্রি। সিএমএইচে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে সেনাবাহিনীর সদস্য ৪ জন, শিক্ষার্থী ৫ জন, ১ শিক্ষক এবং ১ কর্মচারী। শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১ শিক্ষার্থী।
মোট মিলিয়ে এখনো চিকিৎসাধীন ৫৭ জনের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক, যারা রয়েছেন আইসিইউতে। ঘটনাটি পুরো জাতিকে নাড়া দিয়েছে। আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছে সংশ্লিষ্টরা।
এসএকে/