নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”
শুক্রবার (১ আগস্ট) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। এর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর অনুমোদন, উন্নত রাস্তাঘাট ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের একাধিক সংস্থা জড়িত। আমি বিষয়টি পজিটিভলি দেখছি এবং উচ্চ পর্যায়ে আলাপ করে বিষয়টি এগিয়ে নেওয়া হবে।”
নদীর নাব্যতা প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, “নাব্যতা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। তবে আমাদের অধিকাংশ নদীই ভারতের অভ্যন্তর থেকে প্রবাহিত হওয়ায় পানি প্রবাহ অনেকাংশে তাদের উপর নির্ভরশীল। আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে এর সমাধানে কাজ করবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
এর আগে উপদেষ্টা সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এসএকে/