সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার : ফারুক-ই-আজম

সিজনের শুরুতেই ওমরাহ যাত্রীদের ঢল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র হজ শেষে ওমরাহর মৌসুম শুরু হয়েছে মাত্র। আর শুরুতেই পবিত্র কাবা জিয়ারতে ঢল নেমেছে বিশ্ব মুসলিমের। এবার সিজন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১২ লাখ ওমরাহ যাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন। ১০৯টি দেশের বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে আগমন করেছেন তারা।

সৌদি হজ মন্ত্রণালয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জিলহজ (২১ জুন) থেকে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের আগমন শুরু হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে আগত ওমরাহ যাত্রীদের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা ৪৫ দিনের তথ্য। ১৫ জিলহজ থেকে শুরু হয়ে ৩০ মহররম পর্যন্ত সময়ের মধ্যে মোট ১২ লাখ উমরাহ যাত্রীর রেকর্ড রয়েছে।

হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে ওমরাহ যাত্রীদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ওমরাহ ভিসার সংখ্যাও ২৭ শতাংশ বেশি ইস্যু হয়েছে।

চলতি বছর ১৪ জিলহজ থেকেই ওমরাহ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছিল হজ মন্ত্রণালয়। পরদিন ১৫ জিলহজ থেকে আনুষ্ঠানিকভাবে ‘নুসুক পোর্টাল’-এর মাধ্যমে ওমরাহ ভিসা ইস্যু করা শুরু হয়।

ওমরাহ মৌসুমে ইবাদতকারীদের আগমন বৃদ্ধির কারণ হিসেবে মন্ত্রণালয় উল্লেখ করেছে, সেবা কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, উন্নত ব্যবস্থাপনা এবং সফল হজ মৌসুমের অভিজ্ঞতার সঠিক ব্যবহার। এ সময় ৪,২০০টির বেশি চুক্তি সম্পাদিত হয়েছে দেশীয় উমরাহ কোম্পানি এবং আন্তর্জাতিক এজেন্টদের মধ্যে, যা অবকাঠামোকে আরও শক্তিশালী করেছে। সূত্র: গালফ নিউজ

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ