সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

মিন সূরিয়া, মিন বিলাদিশশাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাওলানা মামুনুল হক ||

সাধারণত মসজিদে হারামের ছাদে নামাজ পড়ি। আগে সুযোগ পেলে মাতাফে নামাজ পড়তাম। কিন্তু এখন এহরাম ছাড়া পুরুষদেরকে মাতাফে ঢুকতে দেওয়া হয় না। মাতাফের সেই অনুভূতি কিছুটা পাওয়া যায় ছাদে। তাই সুযোগ পেলে এখন ছাদে গিয়েই নামাজ পড়ি। খোলা আকাশের নিচে বায়তুল্লাহর মুখোমুখি দাঁড়াতে এক ভিন্ন রকম পুলক অনুভব হয়। 

‏কাল আসরের নামাজের পর জুমার দিনের বিশেষ আমল হিসেবে দরুদ ও দোয়ার জন্য মসজিদুল হারামের ছাদে যাই। একটা মুনাসিব জায়গায় একটু সময় নিয়ে আমল করি। মাগরিবের নামাজ পড়ে আরেকটু সামনে এগিয়ে যাই। সেখানে আওয়াবীনের নামাজ আদায় করি। লম্বা কেরাতের ছয় রাকাত নামাজ শেষ করতে এশার ওয়াক্ত ঘনিয়ে আসে। অল্প কিছু সময় তখনও অবশিষ্ট। সালাম ফেরাতেই পাশ থেকে এক সুদর্শন মাঝ বয়সি আরব সালাম দিয়ে মুসাফাহার জন্য হাত বাড়িয়ে দেয়। পরিচয় জানতে চায়। আমার বাড়ি কোথায়? কী করি? প্রতিউত্তরে আমার পরিচয় দিয়ে আমিও তাকে পাল্টা প্রশ্ন করি। 

পরিচয়ের শুরুতেই বলে আনা মিন সূরিয়া। মিন বিলাদিশশাম। সিরিয়ার কথা শুনে আমিও একটু আগ্রহ নিয়ে তার সাথে গল্পে মাতি।  

আবু আহমাদ জাবর আলকাদেরী আল জিলানী তার নাম। আব্দুল কাদের জিলানী রহ.এর সমগোত্রীয়। সিরিয়ার মানুষ পেয়ে সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে চাইলাম। কথায় কথায় বলল এক মিলিয়ন মানুষের শাহাদাতের রক্তের ওপর কসাই বাশার আল আসাদের হাত থেকে মুক্ত হয়েছে সিরিয়া। সেখানে এখন আল্লাহর দ্বীন ও শরিয়ার বিধান কায়েম হয়েছে। তবে খুব ধীরেসুস্থে সহনশীলতার সাথে শরিয়া আইনের প্রয়োগ করা হচ্ছে। মানুষ যেন সয়ে নিতে পারে।  

আলোচনায় দামেশকের মিনারাতুন বাইযার কথা তুলতেই তার চোখ চকচক করে ওঠে। ঈসা আলাইহিস সালামের আসমান থেকে অবতরণস্থল দামেশকের শুভ্রসাদা মিনার- মিনারাতুন বাইযা। সেই পবিত্র দামিশক সেই মিনারাতুন বাইযা এখন শরিয়া শাসনের অধীনে, ভাবতেই শরীরে শিহরণ জাগে।

ইসলামের বিজয়ের স্বর্ণালী যুগ ঘনিয়ে আসছে। খোরাসান থেকে দামিশক-জিহাদের খুনরাঙ্গা সাগর পেরিয়ে মুক্তির সূর্য উদয়ের দ্বারপ্রান্তে নিপীড়িত উম্মাহ। 
সিরিয়া ধীরে ধীরে ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত হচ্ছে। ইসলামের এই বিজয়ের গল্পগুলো শুনলেই গর্বে বুকটা ফুলে ওঠে। আশায় বুক বাঁধি খেলাফতের হারানো দিন ফের দেখার। 

নামাজ শেষে ফিরে আসার সময় স্মৃতির ক্যানভাসে আবু আহমাদের একটা চিহ্ন ধরে রাখার চেষ্টা করলাম।

লেখক: আমির, বাংলাদেশ খেলাফত মজলিস, যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ