সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

ইসলামপন্থীদের বিরুদ্ধে নিউজ নিয়ে মিকদাদ স্টাইলের পোস্টমর্টেম রিপোর্ট দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মনযূরুল হক

মিকদাদ ভার্সির কথা মনে আছে? অনেক কয় বছর আগে তাকে নিয়ে লিখেছিলাম। পরে সেই লেখায় অনুপ্রাণিত হয়ে রোর বাংলায় তাকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপা হয়েছিল। তিনি ইউরোপজুড়ে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ যাচাই করেন এবং ভুল সংবাদ থাকলে প্রতিবাদ করে বিশ্বখ্যাত মিডিয়াগুলোকে বাধ্য করেন সংশোধনী আনতে।

এবার তিনি একটা তাক লাগানো কাজ করেছেন। বিস্তারিত বলব না, আপনারা পড়ে নিয়েন। সংক্ষেপে, ২০২৩-২৪ সালে বিবিসিতে ফিলিস্তিন বিষয়ে যে-সকল সংবাদ ছাপা হয়েছে, তার পোস্টমর্টেম করেছেন। আন্তর্জাতিক আইন, ব্যক্তিত্ব, ইভেন বিবিসিতে গত বছর কাজ করেছেন, এমন সাংবাদিকদের নিয়ে ১৮৮ পৃষ্ঠার রিপোর্টটা আমার কাছে মনে হলো ইতিহাসের এক বিস্ময়কর দলিল হয়ে থাকবে।

নামই দিয়েছেন, ‘বিবিসি অন গাজা-ইসরায়েল: ওয়ান স্টোরি ডবল স্ট্যান্ডার্ড‘। ফিলিস্তিন নিয়ে যারা ভাবছেন, তাদের অবশ্যপাঠ্য। মাথা পরিষ্কার হবে। বাংলাদেশে এই মানের কাজ কি আছে? ২০২১ সালে ‘Who Owns the Media in Bangladesh?‘ বা বাংলাদেশে মিডিয়ার মালিক কারা শিরোনামে একটা ভালো কাজ হয়েছিল সিজিএস থেকে। কিন্তু সেটা খুব একটা প্রচার পায় নাই।

আমি যেটা বলতে চাই, তা হলো, বাংলাদেশে মসজিদ-মাদরাসা এবং ইসলামপন্থীদের নিয়ে মিডিয়ায় যেসব নিউজ গত এক দশকে ছাপা হয়েছে, তার এমন মিকদাদ স্টাইলের পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার। একটা একটা টপিক নিয়ে হতে পারে। ধরেন, মাদরাসায় বলাৎকার বিষয়ক প্রতিবেদন নিয়ে হতে পারে। অথবা কেবল শাপলার ঘটনা নিয়ে হতে পারে। অথবা ইসলামি রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে হতে পারে।

কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে? ফান্ড কে দেবে? সৌদি তো দেশে দেশে মসজিদ করার টাকা দেয়, তারা কি দেবে? ভাবছি, অমুসলিম ইউরোপে বসে তাদের গর্বের মিডিয়ার বিরুদ্ধে রিপোর্ট করার কাজ মুসলিমরা করতে পারছে, যা আমরা মুসলিম দেশে ভাবতেও পারি না।

লেখক: আলেম সাংবাদিক ও বিশ্লেষক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ