সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

আল্লাহ, দলীয় বট বাহিনী থেকে ইসলামকে রক্ষা করুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||সাইমুম সাদী||

আপনার দলের কেউ না কিংবা আপনার দল করেন না এইজন্য অপর দলের  নেতা কিংবা আলেমকে সোশাল মিডিয়ায় যাচ্ছেতাই বলবেন, সম্মানহানি করবেন, গালাগালি করবেন,  এটা কেমন কথা? 

আপনার কি সারাক্ষণ মনে হয় একমাত্র আপনার দলের রাজনীতি সঠিক আর বাকি সবাই ব্যর্থ? 

আপনার নেতাই একমাত্র বিশ্বনেতা আর বাকি দলের সবাই অযোগ্য  ধইঞ্চা? 

সারাদিন আপনার ওয়ালে কি শুধুমাত্র আপনার দলের গুণগান নিয়ে ব্যস্ত থাকেন আর অন্যদের বাঁশ দিতে চেষ্টা করেন? 

যদি এরকম হয় তাহলে নিশ্চিতই জেনে রাখুন আপনি একজন প্রতিবন্ধী।

বুদ্ধি প্রতিবন্ধী।

মানসিক প্রতিবন্ধী।

দল কখনো কখনো মানুষের চোখকে অন্ধ করে দেয়। 

বুদ্ধি প্রতিবন্ধী বানিয়ে দেয়৷

চোখে রঙিন গগলস পরিয়ে দেয়৷

সে যেদিকেই তাকায় শুধু দেখে তার দল। তার নেতা। তার জয়জয়কার।

নিজের অযোগ্য নেতাকে সে দেখে বিশ্বনেতাদের কাতারে৷

সে দুনিয়া কোনদিকে ঘুরে জানে না,  তার দল কিংবা নেতাও জানেন না বা জানার যোগ্যতাও রাখেন না।

সে নিজে তখন একটা জীবন্ত দলদাস হয়ে উঠে৷ কিন্তু সে তা বুঝতেও পারেনা। এমনকি বোঝার যোগ্যতাও রাখেনা। কারণ গ্লাডিয়েটরদের কোনো মতামত থাকতে নেই।

ক দিন যাবত ভিন্নদলের নেতাদের চরিত্র হরণের জন্য কিছু অনলাইন বুদ্ধিজীবীদের গালাগালি ও সম্মানহানির প্রচেষ্টা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি৷

কেউ যদি বিএনপি জোটে যায় কিংবা জামায়াতের সাথে জোটে যায় তাহলে সেইসব আলেমদেরকে অনবরত গালাগালি করতে হবে এই শিক্ষা কই পাইছেন? 

এরকম হলে সেই ইসলামি দল করে আপনার লাভ কি?

আপনার এই অ্যাক্টিভিজম দ্বারা ইসলামের আদৌ কি লাভ হবে? 

আপনি কিংবা আপনারা ক্ষমতায় গেলে অন্যন্য দলের লোকদেরকে কি দেশ থেকে বের করে দেবেন? 

পাকিস্তান কিংবা ভারতে চলে যাওয়ার জন্য বলবেন? 

এইরকম দল বা দলীয় চর্চা নিজের জন্য এবং ইসলামের জন্যও ক্ষতিকারক।

আল্লাহ এইসব ইসলামি দল ও দলীয় বট বাহিনী থেকে ইসলামকে রক্ষা করুন।

লেখক: রাজনীতিবিদ, লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ