||মাওলানা শরীফ মুহাম্মদ||
যেকোনো প্রতিবাদী ঘটনাকে দলবদ্ধভাবে ‘মব’ ‘মব’ বলাটাও একটা মব। মব মানে মব ভায়োলেন্স, মব জাস্টিস; একইভাবে মব ট্রিটমেন্ট। সিন্ডিকেটেড নিউজ রিপোর্টিং-ও মব জার্নালিজম, মব প্রেশার।
যে সমাজে অপরাধীর গ্রেফতার ও বিচার আছে, সেখানে মব চলতে পারে না; সেখানে মব সমর্থনযোগ্য না। ফ্যাসিবাদ কবলিত এবং ফ্যাসিবাদের সুবিধাবেষ্টিত পরিবেশে বিচারের হাত দুর্বল থাকলে জনতার প্রতিবাদ, প্রতিরোধ অনেক গুরুত্বপূর্ণ। যেকোনো প্রতিবাদকে মব বলে চালিয়ে দিতে পারলে আবার ফ্যাসিবাদের বাজার গরম করা সহজ হবে।
মব নিয়ে মববাজি করার সহজ একটা উদ্দেশ্য হলো, পলাতক, পতিত ফ্যাসিবাদীদের আগমন-বিচরণের পথ সুগম করা। প্রতিবাদের আওয়াজ ও আচরণ যত স্তিমিত হবে পতিত ফ্যাসিবাদ ততই দাঁত-নখ সামনে আনবে।
চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ জারি রাখুন। দাগি অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পদক্ষেপ সচল রাখুন। সামাজিক চাপ সক্রিয় রাখুন। আইনশৃঙ্খলা ও বিচারের দুর্বলতার সময় আপনার সজাগ থাকাটাই গুরুত্বপূর্ণ। তবে, নতুন কোনো জুলুম কিংবা মতলবি মবের বিরুদ্ধে থাকুন।
এনএইচ/