সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় খেলাফত মজলিসের শোক প্রকাশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে খেলাফত মজলিস। আজ এক বিবৃতিতে দলটির আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ অনেকের অপূরণীয় ক্ষতি হয়েছে। এটি জাতির জন্য এক গভীর বেদনার মুহূর্ত। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

তারা আরও বলেন, “সরকারকে দ্রুত এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একইসাথে হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জনবহুল রাজধানী এলাকা থেকে ঝুঁকিপূর্ণ সামরিক প্রশিক্ষণ কার্যক্রম সরিয়ে নিতে হবে। এছাড়া, সশস্ত্র বাহিনীকে আধুনিক ও নিরাপদ করতে সামরিক খাতে বাজেট বাড়াতে হবে।”

এদিকে, উত্তরার ১৮ নম্বর আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা প্রিন্সিপাল সাইফুদ্দিন আহমদ খন্দকার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণকারী দলের সাথে মতবিনিময় করেন।

খেলাফত মজলিসের একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি, ছাত্র মজলিস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রক্তদানের জন্য একটি বুথ স্থাপন করেছে। খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিসের শত শত নেতা-কর্মী উত্তরাসহ বিভিন্ন হাসপাতালে আহতদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ