বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে নিহতদের মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি মুফতী সাইফুল হক, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা শরিফ আহমদ উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, বায়তুলমাল সম্পাদক আব্দুল হান্নান সরকার, দাওয়া'হ বিষয়ক সম্পাদক মুহা গিয়াসউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এনায়েত রাব্বি একরাম, যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা মনসুরুল আলম প্রমূখ।
দোয়া মাহফিলে নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়।
এনএইচ/