সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

সিলেট মহানগরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার (২২ জুলাই) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট নগরীর একটি মিলনায়তনে ১১.১২.১৩. ও ২৬নং ওয়ার্ডের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শাহ মমশাদ, সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল খালেকসহ সিলেট মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সিলেট মহানগরীতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও সংগঠিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ মাঠপর্যায়ে দাওয়াতি ও সাংগঠনিক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ