জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন । আজ বুধবার তার ওপেন হার্ট সার্জারি হবে। তার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সহ-প্রচার সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি কাউসার আহমাদ প্রমুখ।
নেতারা মাওলানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় তারা মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
গত ৫ জুলাই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় মাওলানা তাফাজ্জল হক আজিজকে। পরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে সিসিইউতে রাখা হয় এবং সেখান থেকে ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ে। তাই বুধবার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
এনএইচ/