রাজধানীর মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর পুরানা পল্টনস্থ আইসিএবি মিলনায়তনে সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ানের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।
ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শিক্ষার্থীদের সকল যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থন করে। কিন্তু রাষ্ট্রের সংকটময় পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করে পতিত ফ্যাসিস্টদের সুযোগ করে দেওয়ার কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
তিনি মন্তব্য করেন, শিক্ষার্থীদের আজকের আন্দোলনে ফ্যাসিস্টদের একটি চক্র দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। দেশবিরোধী এই অপচেষ্টা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান এনামের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলার নিন্দা এবং প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণ ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মাইলস্টোন কলেজে দূর্ঘটনায় আহত সকলের সুচিকিৎসা অবিলম্বে নিশ্চিত এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। শহীদ পরিবার ও আহতদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত, শাহাদাত এর মর্যাদা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় সভাপতি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, দাওয়াহ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আশিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক আশিক আনোয়ার, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম লিখন, কওমি মাদরাসা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মাদ খাইরুল কবীর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবদুল আজিজ নোমান, কার্যনির্বাহী সদস্য তুহিন মালিক, ইবরাহীম নাসরুল্লাহ ও সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
এনএইচ/