পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদের নেতাকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাপর সংগঠনের নেতাকর্মীদের ব্যাপারে লেখালেখি করেন। বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে নানা পোস্ট করে থাকেন। এ ব্যাপারে দলটির পক্ষ থেকে নেতাকর্মীদের কড়া বার্তা দেওয়া হয়েছে। এই কাজ থেকে বিরত না থাকলে সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান নিজের ফেসবুক পেইজ থেকে এ ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন।
ফেসবুকে মাওলানা গাজী আতাউর রহমান লিখেন-
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব এর সতর্কতার পরও ইসলামী আন্দোলন এবং এর সহযোগী সংগঠনের যেসব দায়িত্বশীল, কর্মী এবং সদস্য অবিবেচকের মত বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর মাওলানা মামুনুল হকসহ ওলামায়ে কেরাম এবং বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনের বিষয়ে অশালীন ও অশোভনীয় পোস্ট করে ইসলামী আন্দোলনের ভাবমর্যাদা নষ্ট করছে এবং আগামী দিনের ঐক্যের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে, তাদেরকে দ্রুত চিহ্নিত করে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএইচ/