সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ'র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জনবসতিপূর্ণ এরিয়ার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ করতে হবে।

বৃহস্পতবার (২৪ জুলাই) বিকাল ৫ টায় দিয়াবাড়ী গোলচত্তর সংলগ্ন পুকুর পাড় মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরা জোনের আয়োজনে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, কুমিল্লা এবং লালমনিরহাটে দুটি বিমানবন্দর পরিত্যক্ত রয়েছে। প্রশিক্ষণের জন্য সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আমরা আশা করছি। দুর্ঘটনা বা বিপর্যয় ঘটলে এক পক্ষ আরেক পক্ষের উপর দায় চাপানোর চেষ্টা করে। কেউ দায় নিতে চায় না। পরিবর্তিত নতুন বাংলাদেশে দায় এড়ানোর সংস্কৃতি আর দেখতে চাই না। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ দায়ভার বহন করতে হবে। ভিকটিমকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। দিয়া বাড়ির দুর্ঘটনার দায়ভার বিমান বাহিনীকে নিতে হবে। 

ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এডভোকেট মোস্তফা আল মামুন মনির, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, হায়দার আলী, আলাউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ