মালয়শিয়ার শাহ আলম ও রাওয়াং-এ বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আয়োজিত এই দাওয়াতি মজলিসে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সাল।
এছাড়াও প্রবাসী মজলিস নেতৃবৃন্দ ও উৎসাহী প্রবাসী ভাইদের অংশগ্রহণে দাওয়াতি পরিবেশ উজ্জীবিত হয়। সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিসের অর্থ সম্পাদক মাওলানা লিয়াকত হোসাইন।
আলোচনা সভায় বক্তার বলেন, দেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মহান লক্ষ্যে প্রবাসী ভাইদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। এই উপলব্ধি থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়ায় এই দাওয়াতি মজলিস কর্মসূচি পালন করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন এই দাওয়াতি কর্মসূচিকে কবুল করেন এবং আমাদের সকলকে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের তাওফিক দান করেন।
এনএইচ/