বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে দেশও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারবে।”
শুক্রবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমরা সবার সহযোগিতা কামনা করি। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক সকল শ্রেণিকে সঙ্গে নিয়ে আমরা পথ চলতে চাই।”
ডা. শফিক অভিযোগ করেন, “গত সাড়ে ১৫ বছরে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে। অথচ গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত অবিচার করেনি।”
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “যেভাবে দলকে শৃঙ্খলার সাথে পরিচালিত করছি, সেভাবেই দেশও পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব।”
এসএকে/