উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাজিয়া ও নাফি বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তুরাগ থানাধীন এলাকায় তিনি নিহতদের বাসভবনে যান এবং গভীর শোক ও সমবেদনা জানান।
তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্বে যান রিজভী। তিনি জানান, দুর্ঘটনার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর রাখছেন।
রিজভী বলেন, "সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক পৃথিবীতে আর কিছু নেই। এ বেদনা ভাষায় প্রকাশের নয়। বিএনপি এই শোকসন্তপ্ত পরিবারের পাশে আছে এবং থাকবে।"
সাক্ষাৎকালে নিহত দুই শিক্ষার্থী নাজিয়া ও নাফির পিতা আশরাফুল আলম আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি রিজভীর কাছে আবেদন জানান, যেন তাদের সন্তানদের কবর দুই বছরের আগে অন্য কাউকে দাফনের জন্য ব্যবহৃত না হয়।
রিজভী এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, ডা. তাসিন, ডা. মুসাদ্দিক প্রমুখ।
এসএকে/