সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

আ.লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে থাকব: শামীম সাঈদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর-২ আসনের মনোনীত প্রার্থী ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসের মাধ্যমে রাজনীতি করছে। তাদের দমন করতেই আমরা রাজপথে থাকব।

শনিবার (২৬ জুলাই) পিরোজপুরের নেছারাবাদের তৃণা কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াত আয়োজিত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শামীম সাঈদী বলেন, যারা মনে করে বিএনপি ও জামায়াতের এ দেশে কোনো অস্তিত্ব নেই, তারা বড় ভুল করছে। আওয়ামী লীগ ভারতের দালাল হিসেবে পরিচিতি পেয়েছে, আর তাই তাদের ভারতে আশ্রয় নিতে হয়েছে। যেন তারা আর ফিরে না আসতে পারে, সে জন্য রাজপথে রুখে দাঁড়াতে হবে।

তিনি দাবি করেন, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি বা অন্যায় কর্মকাণ্ডের কোনও প্রমাণ নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করা হয়েছে।

প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গে তিনি বলেন, “তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছিল। যারা এই ষড়যন্ত্র করেছে, আল্লাহ এই মাটিতেই তাদের বিচার করবেন।”

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শামীম সাঈদী বলেন, “পিরোজপুর-২ আসনের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। যদি আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেন, তাহলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি বেকার সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেব।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক, পেশাজীবী নেতা ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা আদাবর থানা আমির আল আমিন সবুজসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ