সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কান্ট্রি অফিস থাকা উচিৎ না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ'র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কান্ট্রি অফিস থাকা উচিৎ না। কারণ গাজায় গণহত্যা বন্ধে মানবাধিকার কমিশনের কোন কার্যকর ভূমিকা নেই। ভারতে সংখ্যালঘ মুসলিম সম্প্রদায়ের উপর যুগের পর যোগ সীমাহীন বর্বরতা বন্ধে তাদের কোন মাথাব্যথা নেই। ইরাককে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি। জাতিসংঘের যেই মানবাধিকার কমিশন মধ্যপ্রাচ্যকে ধ্বংস হতে দিয়েছে, তথাকথিত সেই মানবাধিকার কমিশনের অফিস দিয়ে আমরা কি করব? তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণ তাদের স্বার্থ বিরোধী কোন চুক্তি করার ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়নি। এই চুক্তি বাতিল না হলে দেশে আবার একটি জুলাই হবে।

আজ রবিবার ২৭ জুলাই'২৫ বিকাল ৫ টায়  রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয় অনুষ্ঠিত নিয়মিত পাক্ষিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতী মোঃ মাছউদুর রহমান, মুফতী নিজামুদ্দিন, আলহাজ্ব আলাউদ্দিন, মাসুম বিল্লাহ, মুফতী আরমান হোসাইন, মুফতি হাবিবুল্লাহ, নাজমুল হাসান।

তিনি আরো বলেন, বাংলাদেশে পশ্চিমাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই অফিস। এর মাধ্যমে বাংলাদেশ নোংরা জিও পলিটিক্স এর শিকার হবে।

জাতিসংঘের মানবাধিকার কমিশন পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেনি। বিগত অর্থ শতাব্দীর ইতিহাস প্রমাণ করে মানবাধিকার বিষয়ক কান্ট্রি অফিস কখনো মুসলিম উম্মাহর উপকারেও আসেনি। ইরাক, ইরান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ভারত, আফগানিস্তানসহ অনান্য মুসলিমদের উপর যখন পশ্চিমা বিশ্ব ও ইসরাইল অন্যায়ভাবে জুলুম অত্যাচার, হামলা করেছে এবং আজও হচ্ছে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বরং সেখান মুসলিমদের নিধন করার পক্ষে কথা বলে। সেই ব্যর্থ মানবাধিকার কমিশনের অফিস ঢাকায় হবে; আর আমরা তা সহ্য করবো এটা হয় না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ