সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

ফ্যাসিস্ট মোকাবেলায় জাতীয় সরকার গঠনে ঐক্যের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শক্তির উত্থান রুখতে দলাদলি ও কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে এক দফা ভিত্তিতে জাতীয় সরকার গঠনের জন্য বৃহত্তর ঐক্যের তাগিদ দিয়েছেন ইসলামি ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা।

আজ (২৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ কথা বলেন।

সভায় নেতারা বলেন, “সৌখিন সংস্কার রাজনীতির হুজুগে জাতির অভিন্ন দুশমন—বিদেশি আধিপত্যবাদ ও তাদের এজেন্ট ফ্যাসিস্ট গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। অথচ ফ্যাসিস্ট পতনের অংশীদাররা এখন একে অপরকে দোষারোপে ব্যস্ত। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

তারা আরও বলেন, “এখন দরকার আপসহীন ঐক্য। এক দফা ভিত্তিতে জাতীয় সরকার গঠন করতে না পারলে সাম্প্রতিক ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ হতে পারে।”

চলমান প্রশাসনিক স্থবিরতা ও সন্ত্রাস, চাঁদাবাজি রোধে অন্তর্বর্তী সরকারের ভূমিকা জোরদারের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “সরকারকে জিরো টলারেন্স নীতিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

তারা আরও বলেন, জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে আগে ইউপি ও সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশনের দক্ষতা প্রমাণ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মোহাম্মদ আজম খান।

উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়িবে আমির শাইখুল হাদিস আল্লামা আবুল কাশেম কাশেমী, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান  জনাব আহসানুল্লাহ শামীম, নাগরিক মঞ্চের মহাসচিব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংদেশ ইসলামি দলের চেয়ারম্যান মুফতি শামসুল হক ফারুকি, রিপাবলিক পার্টির চেয়ারম্যান ডা. আহসান কবীর, জনজোগ দলের চেয়ারম্যান জানাব মুজাম্মেল মিয়াজী,  সম্মিলিত ইসমামিক পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান ও বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা  প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ