জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে।
তিনি বলেন, ‘কোনো বিষয়কে অনুল্লেখ করে বা বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হলে দলটি তাতে স্বাক্ষর করবে কি-না তা বিবেচনাধীন থাকবে।’
আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে।
আমরা যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয় সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বা বাদ দিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয় সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবে কি না সেটা অবশ্যই বিবেচনাধীন।’
একইসঙ্গে যে জুলাই সনদ প্রণয়ন করা হবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয় সেজন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে একটা আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের পথ তৈরি করা যেতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল যাতে সংস্কারের ক্ষেত্রে দ্বিমত প্রকাশ না করতে পারে সেই গ্যারান্টি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘জুলাই সনদে এতগুলো রাজনৈতিক দল আমরা যে মৌলিক সংস্কারের বিষয়ে একমত হচ্ছি সেই সংস্কারগুলো থেকে যাতে পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল বিচ্যুত হতে না পারে সেটা গ্যারান্টি দিতে হবে।’
সংস্কারের প্রস্তাবনার সঙ্গে অসংগতিপূর্ণ কোনো আইন যাতে তৈরি করা না হয় এমন বিধান যুক্ত করার দাবিও জানিয়েছেন এনসিপির এই নেতা।
এমএইচ/