কথিত চাঁদাবাজের তালিকায় জড়ানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না বলে মনে করে দলটি।
রাজশাহী সিটি জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জনের নাম উল্লেখ করে তথাকথিত চাঁদাবাজের তালিকা প্রকাশিত হয়। একই সাথে এই তালিকার ৬ জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করা হয়। যা বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী এবং রাজশাহী মহানগরীর সেক্রেটারি মু. ইমাজ উদ্দিন মন্ডল।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জন চাঁদাবাজ শীর্ষক তালিকায় ৬ জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কাল্পনিক এই ১২৩ জন চাঁদাবাজের তালিকাটি কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এই তালিকাটি কারা তৈরি করেছেন সেটা উল্লেখ নেই। একইসাথে আইনশৃংখলা বাহিনীও এই তালিকার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই কোন কুচক্রী মহল এই অপপ্রচার চালিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, তথাকথিত এই চাঁদাবাজের তালিকায় যাদের নামের পাশে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে সেখানে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তির নাম, পিতা ও ঠিকানার সাথে কোনো মিল নেই। অপরদিকে তারা জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কোনো পর্যায়ের জনশক্তিও নন। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো- কোন প্রকার চাঁদাবাজের সাথে জামায়াতে ইসলামীর দূরতমও কোনো সম্পর্ক নেই। চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার ও কঠোর ভূমিকা পালন করে আসছে। জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি চাঁদাবাজি করে না এবং কাউকে তা করতেও দেবে না। এদেশের মাটি ও মানুষের হৃদয়ের মধ্যে জামায়াতে ইসলামী রয়েছে। ফলে অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না। আমরা এই অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এনএইচ/