ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম মন্ডলকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।
মঙ্গলবার (২৯ জুলাই) দলের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও আদর্শিক পদস্খলনের কারণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক মাওলানা খায়রুল ইসলাম মন্ডলকে দলের প্রাথমিক সদস্যপদসহ জেলা জমিয়তের সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
২৯ জুলাই ২০২৫ তারিখ থেকে সাংগঠনিক এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বার্তায় বলা হয়েছে।
এনএইচ/