মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য নিজের করে নিয়েছে। কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, যারা নিখোঁজ হয়েছেন—তাদের দিকে কেউ তাকায়নি।”
তিনি আরও বলেন, “সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সে সংস্কার কোনো কাজেই আসে না। শুধু নামমাত্র সংস্কার দিয়ে জনগণের মন পাওয়া যায় না।”
গুম হওয়া ব্যক্তিদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না। তবে তাদের পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ এখনো আছে। তাদের পাশে না দাঁড়ালে আমরা সবাই দায়ী থাকব।”
তিনি অভিযোগ করে বলেন, “গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে বের করার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি।”
এ সময় তিনি ঘোষণা দেন, “বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।”
এনএইচ/