সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচনে অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখন সুস্থ আছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন। 

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিন্টু বলেন, ফেনীর নির্বাচন ইতিহাস সবার জানা। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি জয়ী হবে। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো উদ্বেগ নেই।

তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকারের যৌথ বিবৃতি দেওয়া হয়েছে এবং দলটি আশা করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার সংক্রান্ত মামলার কারণে নির্বাচন আরও আগে, এমনকি জানুয়ারিতেও হতে পারে বলে ধারণা দেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই কেয়ারটেকার হিসেবে কাজ করবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হবে।

সরকারের দায়বদ্ধতার অভাবের সমালোচনা করে মিন্টু বলেন, আমরা ১৯ বছর ধরে আন্দোলন ও নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ নির্বাচন চাইছি, এটা সঠিক নয়। ২০০৬ সাল থেকে আমরা অবাধ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। ২০০৮ সালের নির্বাচনও সুষ্ঠু ছিল না। প্রায় দুই যুগ ধরে দেশে জনগণের কাছে দায়বদ্ধ নির্বাচিত সরকার নেই, এজন্যই মানুষের জীবনমানের উন্নতি হয়নি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ