ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম মন্ডল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জামায়াতের ময়মনসিংহ জেলা কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি দল পরিবর্তন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির মো. আব্দুল করিম, জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মাহবুব রশিদ ফরাজী, তারাকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল হান্নান, সেক্রেটারি মো. সাইফুল ইসলাম ও উপজেলা জামায়াতের প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম।
মাওলানা খায়রুল ইসলাম মন্ডল ২০১৩ সালে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনে তিনি বিপুল ভোট পেলেও ফলাফলে তিনি জয়ী হতে পারেননি। ২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের ব্যানারে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করেন। এ নির্বাচনে তিনি সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হলেও তাকে ফেল দেখানো হয়।
দল পরিবর্তনের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা খাইরুল ইসলাম মন্ডল বলেন, আমি জনগণের ভোটে দুই দুইবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, কিন্তু ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারিনি। জামায়াতে ইসলামী একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের যেকোনো সিদ্ধান্তে যেন আমি অবিচল থাকতে পারি তার জন্য দোয়া চাই।
এদিকে উপজেলা সভাপতি জামায়াতে যোগ দেওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম তাকে দল থেকে বহিষ্কার করেছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও আদর্শিক পদস্খলনের কারণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক মাওলানা খায়রুল ইসলাম মন্ডলকে দলের প্রাথমিক সদস্যপদসহ জেলা জমিয়তের সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
এমএইচ/