উস্তাজুল হুফফাজ ওয়াল কুররা ক্বারী মাওলানা ইলিয়াস লাহোরীসহ বেশ কয়েকজন আলেম ও জেনারেল শিক্ষিত তরুণ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে খেলাফত মজলিসের কার্যালয়ে ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক ইসলাহি মাহফিল শেষে সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মহিউদ্দিন জামীল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য- মাওলানা ইকবাল হোসাইন কয়সর, ঢাকা মহানগর সভাপতি মাওলানা মনসুর আলম, সাধারণ সম্পাদক সিরাজিস সালেহীন প্রমুখ নেতারা।
আরএইচ/