বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্য দেশের সবচেয়ে বড় কওমি মাদরাসা দারুল উলুম মুঈনুল ইসলাম পরিদর্শন করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাটহাজারী মাদরাসা পরিদর্শনে যান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে মাদরাসায় গিয়ে তারা হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এরপর বিএনপির দুই শীর্ষ নেতা মাদরাসার অফিসে কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এসএকে/