সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

শেখ হাসিনা আলেম নির্যাতনকে জায়েজ করেছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

“শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আজ যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায়, তবে এতে কারও সমস্যা থাকার কথা নয়।”

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘জুলাই চব্বিশের গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচনও করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নাসীরুদ্দীন বলেন, “দক্ষিণপন্থা নাম দিয়ে ইসলামপন্থিদের ফের কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে। এই জুজুর ভয় দেখিয়ে আর জনগণকে বোকা বানানো যাবে না।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, একটি দলের দুই ‘মহারথি’ এখন বন্দর ও ট্রাকস্ট্যান্ডে গডফাদার হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক।”

অপরদিকে, দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনসিপির শ্রমিক উইংয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকার বদলালেও শ্রমিকদের জীবনে পরিবর্তন আসেনি। গণঅভ্যুত্থানের পরও এ সরকারের পুলিশ শ্রমিকদের বুকে গুলি চালিয়েছে। শ্রমিক-মালিক সম্পর্কের জায়গায় এখন দালাল প্রতিষ্ঠিত।”

তিনি বলেন, “শ্রমিকদের মজুরি, কাজের পরিবেশ ও সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিত না করে উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ