জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে তাঁকে দেখতে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মুহাম্মদ মামুনুল হক।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মাওলানা মামুনুল হক আমিরে জামায়াতের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। আগামীকাল শনিবার (২ আগস্ট) তার বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কাছে আমিরের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।
বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, আমাদের প্রিয় রাহবারের (নেতা) সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সবাই নফল ইবাদত করুন। নফল নামাজ, রোজা ও দান-সদকার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই।
চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রের তিনটি প্রধান রক্তনালিতে জটিলতা ধরা পড়েছে। এ কারণে তার বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসএকে/