সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

‘সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ইসলামি শক্তির কোনো বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শান্তিময় দেশ গড়তে ইসলামি শক্তির কোনো বিকল্প নেই বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের ৮নং ওয়ার্ডে গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, পীর সাহেব চরমোনাইর ঐতিহাসিক ঘোষণা অনুযায়ী, আগামী নির্বাচনে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি ভোটের বাক্স প্রেরণ করব। এর মাধ্যমে শান্তিকামী জনতা ইসলামের পক্ষে একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র গঠনে তাদের মূল্যবান ভোট দিতে পারবেন।

মাসুম বিল্লাহ বলেন, খোদাভীরু অর্থাৎ ইসলামী নেতারা ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। কারণ, তারা ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করবে। রাষ্ট্রের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে। তাই আসুন, আগামীতে আমরা সকল সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিকে চিরতরে বিদায় দিয়ে ইসলামের পক্ষে আমাদের সমর্থন জানাই।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহাম্মদ শাহীন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ