সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

ফরিদপুরে খেলাফত মজলিসের দিনব্যাপী গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন হাট-বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন ফরিদপুর ৪ এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল ও মতবিনিময় করেন।

শুক্রবার (০১ আগস্ট) সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন, নুরুল্লাহগঞ্জের বাকপুরা বাজার ও বিকেলে দরগা বাজার, আব্দুল্লাহবাদ, বালিয়াহাটি বাজারে

এ গণসংযোগ করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মো. মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে  গণসংযোগ কালে এসময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মো. মোশাররফ হোসেন, উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা মো. মাহবুবুল হক, সহ সাধারণত সম্পাদক হাফেজ মো. লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি শওকত আলী, উপজেলা শাখার প্রচার সম্পাদক ও ইসলামিক সংগীত শিল্পী মাওলানা হেলাল উদ্দীন আবরার, আলগী ইউনিয়নের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সদরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আরাফাত হোসাইন, ভাঙ্গা উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন, ঘারুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি ওয়ালিউল্লাহ, তুজারপুর ইউনিয়নের সভাপতি মো. জাহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, "উপজেলার বিভিন্ন এলাকায় (ভোটারদের) মানুষের সাথে মত বিনিময় (গণসংযোগ) করলাম। তারা (ভোটারগণ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক মুখ, ইসলামিক দল দেখতে চান।

তিনি আরও বলেন, "আমাদের সাথে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন, কোন একটা ইসলামিক দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো, ইনশা আল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ