বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা শাখার উদ্যোগে দিঘলিয়া থানা কমিটি পুনর্গঠন উপলক্ষে শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুনর্গঠন কমিটির আহবায়ক মুফতি নাঈম আশরাফ। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরীফ সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, খুলনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আহমাদুল্লাহ এবং জেলা শাখার অন্যতম সদস্য মুফতি আব্দুর রহিম।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা ইকবাল হোসাইনকে সভাপতি ও মাওলানা আজমান আলীকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট দিঘলিয়া থানা কমিটি পুনর্গঠন করা হয়।
আরএইচ/