সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার : ফারুক-ই-আজম

মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নতুন বছরের সূচনায় কওমী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে দরসি কিতাব বিতরণ করেছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন। 

আজ শুক্রবার (২৫ এপ্রিল) বাদ জুমআ রাজধানীর মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মাদ রজীবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ রুহুল আমিন সাদীসহ অনেকে।

বক্তব্যে রুহুল আমিন সাদী বলেন, “সেবার কাজে আলেমরা সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে আসছেন। এখন তারা নেতৃত্বও দিচ্ছেন। কিন্তু তাদের এ সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের সামনে সেভাবে উপস্থাপিত হয় না। তাই ইখলাস বজায় রেখে আলেমদের এসব কার্যক্রম তুলে ধরা জরুরি হয়ে পড়েছে। সর্বস্তরের মানুষের সঙ্গে আলেমদের সম্পৃক্ততা আরও বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “মেইন সড়কের পাশে অবস্থিত মাদরাসাগুলো অন্তত একটি রুম মুসাফিরখানা হিসেবে বরাদ্দ রাখলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি আরও সহজ হবে।”

প্রধান অতিথির দোয়ার মাধ্যমে কিতাব বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ