শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

ইউক্রেনে ড্রোন হামলা চালালো রাশিয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইউক্রেনে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ক্রেমেনচুক তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া বিদ্যুৎ লাইনে ড্রোন হামলায় পোলতাভা অঞ্চলের তিনটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে সামরিক স্থাপনায় রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতভর রাশিয়ার ড্রোন হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের পোলতাভা অঞ্চলের সামরিক স্থাপনাগুলো। 

তবে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, ২০টির মধ্যে ১৮টি রুশ ড্রোন ও একটি মিসাইল ধ্বংস করা হয়েছে।

পোলতাভা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ফিলিপ প্রোনিন বলেছেন, রাশিয়ার ড্রোন হামলায় ক্রেমেনচুক শোধনাগারে আগুনের সূত্রপাত ঘটে। এটিকে মস্কো বহুবার লক্ষ্যবস্তু করেছে। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট হয়নি।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, বুধবার রাতভর রাশিয়ার ড্রোন হামলার কেন্দ্রবিন্দু ছিল পোলতাভা অঞ্চলের সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। কুরস্ত অঞ্চল ও দক্ষিণ রাশিয়ার অন্যান্য অঞ্চল থেকে দফায় দফায় হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, সেনারা উত্তর-পূর্বে কুপিয়ানস্কের কাছে আটটি রুশ হামলা প্রতিহত করেছে। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে পাঁচটি ও দক্ষিণাঞ্চলীয় শহর আভদিভকায় আরো পাঁচটি রুশ হামলা প্রতিহত করেছে। 

ইউক্রেনের সামরিক বাহিনীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনীয় সেনারা আভদিভকায় রাশিয়ান একটি ফ্লেমথ্রোয়ার সিস্টেম ধ্বংস করছে। ভারী এই রকেট সিস্টেমটি কয়েক ডজন কিলোমিটার পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে জানিয়েছে ইউক্রেন। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে বলেছে, তারা ইউক্রেনীয় সেনা ও বাখমুতের দক্ষিণ গ্রামে সামরিক সরঞ্জামগুলোতে হামলা চালিয়েছে। সূত্র: রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ