শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আগাম হুমকির পরেও নিরাপত্তা নিয়ে বেখেয়ালী ছিল ঢাবি প্রশাসন সোহরাওয়ার্দী ময়দানে ‘মার্চ ফর গাজা’: খাবার বিতরণ করবে তাকওয়া ফাউন্ডেশন  নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ‘মার্চ ফর গাজা’ সফল করতে আসছে স্রোতের মত মিছিল, জনতার ঢল সোহরাওয়ার্দীতে অন্তালিয়ায় আরব-ইসলামিক মন্ত্রীপরিষদের সম্মেলন: গাজা ও পশ্চিম তীরকে ঐক্যবদ্ধ করার আহ্বান, যুদ্ধবিরতির জোর দাব গ্রীষ্মে কোন সময়ে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী? গলাচিপায় ভয়াবহ আগুন : ১০ দোকান পুড়ে ছাই ‘মার্চ ফর গাজা’য় সন্তানকে সঙ্গে নিয়ে আসার আহ্বান শায়খ আহমাদুল্লাহর বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ  ১০ হাজার ফিলিস্তিনি শিশুর দায়িত্ব নিতে চায় বাংলাদেশি প্রতিষ্ঠান

ইসরায়েলে কর্মরত গাজার শ্রমিকদেরও ফেরত পাঠানো হবে: নেতানিয়াহু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুদ্ধ বিধ্বস্ত গাজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এমনকি ইসরায়েলে কর্মরত গাজার শ্রমিকদেরও ফেরত পাঠানো হবে বলে বৃহস্পতিবার তারা জানিয়েছে।

হামাসের ৭ অক্টোবরের হামলার আগে গাজার প্রায় ১৮ হাজার বাসিন্দার ইসরায়েলে প্রবেশ এবং কাজের অনুমতি ছিল। সেখানে কাজ করে তারা বেশি আয় করতে পারত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বৃহস্পতিবার রাতে বলেছে, ‘ইসরায়েল গাজার সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করবে। গাজা থেকে আসা আর কোনো ফিলিস্তিনি শ্রমিক থাকতে পারবে না। গাজার যেসব শ্রমিক যুদ্ধ শুরুর দিন ইসরায়েলে ছিলেন তাদের গাজায় ফেরত পাঠানো হবে।’এ প্রক্রিয়া সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য বলা হয়নি।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের হাজার হাজার আন্তঃসীমান্ত গাজান শ্রমিককে গাজায় ফেরত পাঠানো হয়েছে। তারা জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ও মিসরের মধ্যবর্তী রাফাহ সীমান্ত ক্রসিংয়ের পূর্বে কেরাম শালোম ক্রসিং দিয়ে গাজার কিছু শ্রমিক ফিরে এসেছে।

ফিলিস্তিনি ছিটমহল অতিক্রমকারী শ্রমিকরা বলেছেন যে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের আটক করেছে এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। কারো কারো পায়ে প্লাস্টিকের স্টিকার লাগানো ছিল।

মধ্য গাজা উপত্যকার মাগাজি শরণার্থী শিবিরের একজন কর্মী জামাল ইসমাইল রয়টার্সকে বলেন, ‘বাড়িতে, রেস্তোরাঁয় এবং বাজারে সর্বনিম্ন মজুরির বিনিময়ে আমরা তাদের সেবা দিতাম, তাদের জন্য কাজ করতাম। তা সত্ত্বেও আমরা সবসময় অপমানিত হতাম।’

বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলি বাহিনী রাস্তা কেটে ফেলার কাজ শেষ করার পর উত্তর গাজার এলাকার বাসিন্দাদের দক্ষিণেই থাকতে হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

সুত্র: রয়টার্স

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ