রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

দিল্লির শাহী জামে মসজিদের ইমাম গুরুতর অসুস্থ, মুখে অস্ত্রোপচার 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে দিল্লির ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আহমদ বুখারী বর্তমানে গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে ‍দিন পার করছেন। তার মুখে চামড়ার ভেতরে সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

গত দুই দিন আগে তাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি দিল্লির এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। অতিদ্রুত সময়ে সুস্থ হয়ে উঠবেন বলে আশা ব্যক্ত করেছেন চিকিৎসকেরা।

এদিকে মাওলানা আহমদ বুখারীর পক্ষ থেকে সকল মুসলিমের কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে। আল্লাহ তা’আলা হুজুরকে শীঘ্রই পরিপূর্ণ আরোগ্য দান করুন। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ