শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার দাবি ইউরোপের ৪০ আইনপ্রণেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের ৪০ আইনপ্রণেতা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট এবং জাতিসংঘ-সমর্থিত সংস্থার তথ্যানুযায়ী দুর্ভিক্ষের আশঙ্কার প্রেক্ষিতে এই আহ্বান জানানো হয়েছে।

এমইপিদের এই জোট এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চলমান বাণিজ্য চুক্তি স্থগিতের দাবি জানিয়েছে। একইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে থাকা ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “গণহত্যা সনদ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন” করছে ইসরায়েল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমইপিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান নেতৃত্বের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক দিন দোষী সাব্যস্ত হবেন।

এছাড়াও, বিবৃতিতে হামাস প্রতিরোধ আন্দোলনের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ইসরায়েলি বন্দিদের অবিলম্বে মুক্তি দেয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “গাজায় চলমান বর্বরতা ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে এখনই সিদ্ধান্তমূলক পদক্ষেপ না নিলে, তা মানবতার ওপর এক চিরন্তন কলঙ্ক হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখন নৈতিক ভীরুতার সময় নয়— পদক্ষেপ নিতে হবে দ্রুত।”

এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। যদিও যুক্তরাজ্য ও নরওয়ে ইতোমধ্যে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী— নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র: প্রেস টিভি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ