শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশের মিডিয়া প্রো-এলজিবিটি ঘরাণার: ড. মোহাম্মদ সরোয়ার হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গত ৩১ মে ২০২৫, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৮০ জন শিক্ষক “লিঙ্গ পরিচয়”-এর আড়ালে সমকামিতাকে বৈধতা দানের শঙ্কায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেন। তবে, এই বিবৃতিটি প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার হোসেন।

প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার হোসেন মন্তব্য করেন, “এতগুলো প্রফেসরের বিবৃতিকে মিডিয়া তেমন গুরুত্ব দেয়নি।”

তিনি বলেন, “বামপন্থী সুশীল মনোভাবাপন্ন কিছু প্রফেসর যদি ১০ জন মিলে বিবৃতি দেন, তা হলে সেটি মিডিয়ার শিরোনাম হয়ে যায়, তবে আমাদের ১৮০ জন শিক্ষকের বিবৃতিটি, ‘আমার দেশ’ ছাড়া অন্য কোনো পত্রিকার প্রিন্ট ভার্সনে স্থান পায়নি। এটা থেকেই পরিষ্কার যে, মিডিয়া মূলত প্রো-এলজিবিটি ঘরাণার প্রতি সমর্থন জানায়।”

তিনি আরও জানান, যদিও কিছু মিডিয়া অনলাইন ভার্সনে বিবৃতিটি প্রকাশ করেছে, তবে প্রিন্ট ভার্সনে তা ছাপানো হয়নি। শুধুমাত্র দৈনিক আমার দেশ তাদের প্রিন্ট ভার্সনে এই বিবৃতিটি প্রকাশ করেছে। এর মাধ্যমে, তিনি দাবি করেন, মিডিয়া প্রতিষ্ঠানগুলো আশংকাজনকভাবে ইসলাম বিরোধী মনোভাব পোষণ করছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ