শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি তুলেছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের।

রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের স্বার্থে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন জুবায়ের। এর মধ্যে রয়েছে—
১. মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র ল্যাবরেটরিতে স্থানান্তর।
২. কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের ভোটকেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে রাখা।
৩. মনোনয়ন থেকে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৪. নির্দিষ্ট আইডি কার্ডের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বৈধ আইডি কার্ডে ভোট প্রদানের সুযোগ।
৫. প্রার্থীদের জনপ্রিয় ডাকনাম ব্যালট পেপারে উল্লেখ করা।
৬. ব্যালট পেপারে নাম ও নম্বরের পাশাপাশি ছবি যুক্ত করা।
৭. নারী প্রার্থীদের অনলাইন হেনস্তা ও সাইবার বুলিং থেকে সুরক্ষা নিশ্চিত করা।
৮. মাদকাসক্ত প্রার্থীকে নির্বাচিত হওয়া থেকে বিরত রাখতে ডোপ টেস্ট চালু করা।

এসময় কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আশিক খান অভিযোগ করেন, বহিরাগতরা এখনও বিশ্ববিদ্যালয় এলাকায় অবাধে প্রবেশ করছে, অথচ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। পাশাপাশি তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় হামলায় জড়িত শিক্ষকরা এখনও বহাল আছেন, অথচ তাদেরকে নির্বাচন দায়িত্বে রাখা হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী আব্দুর রহমান আল ফাহাদ ও আশিক খান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ